রহমত দাও হে আল্লাহ
(১)
রহমত দাও হে আল্লাহ, তুমি করুণাময়,
তোমার পথেই ভরসা, তুমি সর্বশক্তিময়।
তোমার নামে শান্তি মেলে, তুমিই পথের দিশা,
তোমার কাছে প্রার্থনা করি, করো সব আশা পূর্ণ।
(২)
তুমি স্রষ্টা, তুমি দাতা, সব কিছু তোমার দান,
তোমার রহমতে ভরে উঠে এই জগতের প্রাণ।
পাপ মোচন করো, হে প্রভু, করো তুমি ক্ষমা,
তোমার আলোয় ভরে দাও, জীবনের পথ রঙিন।
(৩)
তুমি দয়ালু, তুমি মহীয়ান, প্রভু মহান,
তোমার ছায়ায় বাঁচি মোরা, তুমিই চির কল্যাণ।
তুমি ছাড়া নেই জীবনে কোনো আশার আলো,
তোমার নামেই ভাসি মোরা, এ হৃদয় মেলে ভালো।
(৪)
রহমত দাও, মাগফিরাত দাও, হে প্রভু দয়াময়,
তোমার পথে চলতে দাও, তুমি পরম অশেষময়।
এই প্রাণ তোমার নামে, তোমার ইবাদতে ডুবে,
তোমার প্রেমে বেঁধে রাখো, হৃদয়টা ভালোবাসায় ভরে।
No comments:
Post a Comment